আবেদনের নির্দেশাবলী
১। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র/ ডকুমেন্ট সমুহঃ
ক) পাসপোর্ট সাইজ এর ছবি ।
খ) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
গ) জমির পর্চা/খতিয়ান। ঘ) মৌজা ম্যাপ।
ঙ) আবেদন ফি বাবদ ব্যাংক এ টাকা জমার রশিদ (আবেদন ফি ও লাইসেন্স ফি নিচে উল্লেখিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে)। (হিসাবের নামঃ উপজেলা সেচ কমিটি, হিসাব নং-৪৪৭৩০১০০১১০৫৮, রুপালী ব্যাংক লিঃ, আদিতমারী শাখা। {বিঃদ্রঃ অ-গভীর নলকূপ এর জন্য আবেদন ফি বাবদ ২০০/- এবং গভীর নলকূপ এর জন্য আবেদন ফি বাবদ ৩০০/- জমা দিতে হবে।} #এছাড়া লাইসেন্স আবেদন মঞ্জুর হলে গভীর এর লাইসেন্স ফি বাবদ ৩০০০/- এবং অগভীর এর ফি বাবদ ১০০০/- জমা দিতে হবে। চ) পাম্পের ক্ষমতা/সাইজ নির্ধারণঃ # ৩ হতে ৫ হর্স পর্যন্ত ---------- ০.৫ কিউসেক। # ৬ হতে ১২ হর্স পর্যন্ত----------- ১ কিউসেক। # ১৩ হতে ২০ হর্স পর্যন্ত --------- ১.৫ কিউঃসেক। # ২১ হতে ৩০ হর্স পর্যন্ত ---------২ কিউঃসেক। পাম্প হিসেবে বিবেচিত হবে। # গভীর/অ-গভীর নলকূপ নির্ধারণঃ (ক) ১ ফেজ/সেন্ট্রিফিউগ্যাল পাম্প চালিত নলকূল অ-গভীর হিসাবে বিবেচিত হবে। (খ) ৩ ফেজ/সাবমারসিবল পাম্প চালিত নলকূপ গভীর হিসাবে বিবেচিত হবে।